
নিজ গ্রামে নাগরিক সংবর্ধনা পেলেন প্রকৌশলী মোহাম্মদ হোসাইন

Link Copied!


ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি এর ২০২৩-২৪ মেয়াদে ঢাকা সেন্টারের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নিজ গ্রাম হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নে নাগরিক সংবর্ধনা পেলেন প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।

শনিবার বিকালে ইউনিয়নের আহাম্মদপুর এতিমখানা মাঠে সমাজ সেবক মফিজুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী অলী উল্ল্যাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন।
ওই সময় তিনি বলেন, নৌকার মাঝি হয়ে হাজীগঞ্জ-শাহরাস্তির জনগণের সেবক হতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যদি নৌকা নিয়ে পাঠায় তাহলে সকলকে সাথে নিয়ে নৌকার জয় নিশ্চিত করতে কাজ করবে। মনোনয়ন না পেলে নৌকার হয়ে কাজ করবেন।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রোটারিয়ান সুরাইয়া তালুকদার, ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, রাজনীতিবিদ মিজানুর রহমান সুমন, বিশিষ্ট ব্যবসায়ী মো: ইউনুছ, সাবেক ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্য ফিরোজ আহমেদ হিরা, ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. সুমন প্রমুখ
অনুষ্ঠানে ওই সময়, ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ’সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

