ফরিদগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিনে ডা: সাগরের ফ্রি মেডিকেল ক্যাম্প

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৮, ২০২৩ | ৩:৪৬
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৮, ২০২৩ | ৩:৪৬
Link Copied!

প্রতি বছরের মত এবারো জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা হারুন অর রশিদ সাগরের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রুপশা উত্তর ইউনিয়ন এর রুপশা আহমদিয়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পে ডা: হারুন অর রশিদ সাগরের নেতৃত্বে পাঁচ জন চিকিৎসক তিন শতাধিক দুস্থ অসহায় রোগীদের চিকিৎসা সেবা দেন।

এই সময় চিকিৎসা সেবা নিতে আসা অসহায় রোগী সখিনা বেগম বলেন, ফরিদগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের এই নেতা ডা: সাগর বিভিন্ন সময়ে আমাদের মতো অসহায় রোগিদের চিকিৎসা সেবা দেন, তার চিকিৎসা সেবা পেয়া আমরা উপকৃত হই, আমি ও আমার মেয়ে ও নাতিকে নিয়ে চিকিৎসা নিতে আসছি, আর আজকে বঙ্গবন্ধুর জন্মদিনে উনাকে স্বরন করি, উনার জন্য ই আমরা দেশ পেয়েছি।

বিজ্ঞাপন

৫০ বছরের রোগি ওয়াজিউল্ল্যাহ বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনে ডা: হারুন অর রশিদ সাগর ভাইয়ের এই উদ্যোগ অবশ্যই প্রসংসার যোগ্য, তিনি আজকে ৩ শতাদিক রোগীকে চিকিৎসা সেবা দিলেন চিকিৎসক টিম নিয়ে, তিনি আমাদের এলাকায় আরো কয়েকবার ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন, এলাকার মানুষ উপকৃত হয়েছে, আর চাঁদপুর জেলা শহরের উনার হসপিটালে গেলেও অনেক রোগী তিনি ফ্রি দেখেন।

আয়োজকদের একজন জেলা ছাত্রলীগ নেতা আরেফিন শুভ বলেন ফরিদগঞ্জ উপজেলাবাসীর অকৃত্তিম বন্ধু জেলা আওয়ামীলীগের নেতা ডা: সাগর প্রতি বছর এই কাজটি করে থাকেন, আজকে আমাদের ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প করলেন, এতে করে এই এলাকার অসহায় মানুষ উপকৃত হলো, আজকের দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ভরে স্বরণ করি।

ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পর্কে ডা: হারুন অর রশিদ সাগর বলেন, আমি সেই ২০০৩ সাল থেকেই চাঁদপুর জেলা শহরে ও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় রোগিদের চিকিৎসা সেবা দিয়ে আসছি, শুধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, মৃত্যু দিন, আমাদের নেত্রীর জন্মদিনেই সীমাবদ্ধ রাখিনি, আমি ফরিদগঞ্জ উপজেলার প্রত্যেক গ্রামে কমপক্ষে একটি করে হলে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি, আমি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কর্মী আর এখন সেই সরকার ও রাষ্ট্র ক্ষমতায় আছেন তাই আমাদের অন্য সময়ের চেয়ে এখন জনগনের পাশে বেশি করে দাড়ানো উচিত, তাদের সুখ দুঃখের সাথী হওয়া উচিত, তিনি বলেন আমি ফরিদগঞ্জ উপজেলার মানুষের পাশে ছিলাম আগামীতে ও থাকবো ইনশাআল্লাহ। তিনি আগত সকল রোগীর কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান।

বিজ্ঞাপন

ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, রুপশা আহমদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, ১৫ নং রুপশা উত্তর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন শরিফ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আরিফুর রহমান মজুমদার, চাঁদপুর সরকারি কলেজে ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সহ নাট্যকলা বিষয়ক সম্পাদক আরেফিন শুভ, ১ নং বালিথুবা পঃ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ফরিদ পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, ১ নং বালিথুবা পঃ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক রাব্বি পাটওয়ারী, ১১ নং চর দুখিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি সাফায়ত হোসেন পলাশ সহ নেতৃবৃন্দ।

ট্যাগ: