শাহরাস্তিতে পানির পাম্পের তারে জড়িয়ে প্রাণ গেলো দুই প্রতিবন্ধী ভাই-বোনের

ফয়েজ আহমেদ
আপডেটঃ মার্চ ১৮, ২০২৩ | ৩:১৬
ফয়েজ আহমেদ
আপডেটঃ মার্চ ১৮, ২০২৩ | ৩:১৬
Link Copied!

শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা ভূঁইয়া বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মার্চ) দুপুর ১ টায় এ দুর্ঘটনা ঘটে।

তারা ওই বাড়ির মৃত মোঃ শাহজাহান ভূঁইয়ার শারীরিক প্রতিবন্ধী ছেলে আবদুর রহমান ফাহিম (৭) ও বুদ্ধি প্রতিবন্ধী ফাহিমা আক্তার (১৬)।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা মোরশেদ আলী জানান, তাদের বসতঘরে পাশে টিউবওয়েলের সাথে যুক্ত পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে এই দুর্ঘটনা ঘটে । বড়বোন ফাহিমা আক্তার তাকে বাঁচতে এগিয়ে গেলে সেও ওই তারে জড়িয়ে যায়। তাদেরকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে  জরুরি বিভাগে কর্মরত চিকিৎসা কর্মকর্তা ডা. নুসরাত জাহান তাদের মৃত ঘোষণা।

তিনি আরও জানান, ফাহিমা স্থানীয় মেহের উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেনীতে পড়ত, আরেক ভাই আজিজ ফাহাদও (২৩) শারীরিক প্রতিবন্ধী।

পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জয়নাল আবেদীন জানান, শিশু দুটিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসা কর্মকর্তা ডা. নুসরাত জাহান জানান, তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পাওয়া গেছে। তাদের পরিবার বলছে তারা বিদ্যুতায়িত হয়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ শহীদ হোসেন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ: