
বঙ্গবন্ধুর জন্মদিনে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা

Link Copied!

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার স্থপতি মহান জাতির নেত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞণি অর্পণ এবং বিকেলে আলোচনা সভা, কেককাট ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েিছিল বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মধ্যদিয়ে আবার এদেশের পাকিস্তানী ভাবধারা নিয়ে আসার চেষ্টা করে জিয়াউর রহমানসহ দেশবিরোধীরা। ৭৫ খুনী, ৭১ পরাজিত সাম্প্রদায়িক শক্তি আবার মাথাচারা দিয়ে ওঠেছে। নির্বাচন সামনে তাই বিএনপি জামাত জোট আবার সেই পুরুনো খেলায় মত্ত হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও দেশ বিরোধীদের প্রতিহত করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। অন্তরে শেখ ফরিদ বোহলে ইট এসব লোক থেকে দূরে থাকতে হবে। আকাম কুকাম ও অবৈধ বালু তোলে দলের আদর্শ লোক হবেন তা কোন ভাবেই হতে পারে না।
জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজীর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, জেলা যুব লীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, পৌর আওয়ামীল সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দেবাষীষ কর মধু, মৎস্যজীবী লীগ নেতা মালেক দেওয়ান, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ শরীফ, মহিলা আওয়ামী লীগের রেনু বেগম।
এসময় জেলা আওয়ামী লীগ, যুব লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্র লীগ মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


