
চাঁদপুরে ইলিশ ধরার দায়ে ১৩ জেলে আটক



চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ ধরার দায়ে ১৩ জেলে আটক ও ৬ লাখ ৮৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ পুলিশ। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ওইসময় দুইটি নৌকা ও ১২ কেজি জাটকা ইলিশ জব্দ করে দুস্থদের মাঝে বিতরণ করে।

শুক্রবার রাতে সহকারী কমিশনার হেদায়েত উল্যাহর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলো শরীয়তপুর জেলার রিপন (১৯), মনির (২৩), ফারুক মাঝি (২০), মোঃ জাহাঙ্গীর (২০), মোঃ রিপন (১৯), নাজমুল হোসেন(১৯) ও চাঁদপুরের শাহজালাল (২২) তাদেরকে মোবাইল কোর্ট পরিচালনা করিয়া প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়া শরীয়তপুরের রিপন (১৩), রাকিব(১২), ফারুক (১২), সুমন (১২), ইউনুছ আলী (১৩) অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় সতর্ক করে অভিবাবকের জিম্মায় দেওয়া হয়।
নৌ-পুলিশের ইনচার্জ কামরুজ্জামান জানান, সাতজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। বাকীরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় দেয়া হয়। এমন অভিযান অব্যাহত থাকবে।

