হাজীগঞ্জে দিনের আলোতেই মোটরসাইকেল ছিনতাই

মজিব পাটোয়ারী মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৮, ২০২৩ | ১১:৩১
মজিব পাটোয়ারী মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৮, ২০২৩ | ১১:৩১
Link Copied!

হাজীগঞ্জের রাতের আঁধারে ক্রমশই বাড়ছে ছুরি আর ছিনতাই-এর ঘটনা। এবার আর রাতে নয় একেবারে দিনের আলোতেই চোরচক্রের দুই সদস্য একটি এপাছি আর টি আর মোটরসাইকেল নিয়ে পালিয়েছে। যার সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছে পপুলার বিডিনিউজ টিম। সেই চোরচক্রের সদস্যদের ধরিয়ে দিতে পারলে করা হবে পুরষ্কৃত।

সংগ্রহীত সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় শুক্রবার দুপুরে হাজীগঞ্জ মেইল গেট (টোরাগড়) সামনে থেকে টিভিএস কোম্পানির rtr apache লাল ও কালো কালার মিশ্রিত মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা নিয়ে যায়। চুরি যাওয়া মোটরসাইকেল নিয়ে লাপাত্তা হয়ে যাওয়ার সময় হাজীগঞ্জ বাজারের বিভিন্ন সিসিটিভি ফুটেছে ধরা পড়ে।

সিসিটিভি ফুটেজে দেখা যায় চোরচক্রের দু’ই সদস্যর কিছু সময় মোটরসাইকেলে আশেপাশে ঘুরাঘুরি করেন। আর সুযোগ বুঝেই মোটরসাইকেলটি নিয়ে লাপাত্তা হয়ে যায়।

বিজ্ঞাপন

চুরি যাওয়া মোটরসাইকেল টিভিএস এপাচি আর টি আর মডেল যার ইঞ্জিন নং C1k3074618, চেসিস নং MD624HC10D2G28307 যার বাজার মূল্য ২লক্ষ ২০হাজার টাকা।

মোটরসাইকেলের মালিক শাহআলম মজুমদার পপুলার বিডিনিউজ কে জানান, মোটরসাইকেলটি মেইল গেটের সামনে রেখে জোহরের নামাজ আদায় করতে যান। ফিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি আর নেই। তিনি বলেন, এই মোটরসাইকেলটির সন্ধান দিতে পারে তাকে পুরস্কৃত করবেন। মোটরসাইকেলটির খোঁজ পেলে সন্ধান দিতে যোগাযোগ করুন:- ০১৭১২-৬০৫০৯৭

এ বিষয়ে হাজীগঞ্জ থানায় বাদী হয়ে ভুক্তভোগী শাহ আলম একটি অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

 

ট্যাগ: