জাগো হিন্দু পরিষদের রথযাত্রা পরবর্তী পুনর্মিলনী ও প্রথম কর্মী সম্মেলন অনুষ্ঠিত

শান্তুু ধর
আপডেটঃ মার্চ ১৭, ২০২৩ | ৮:৩৯
শান্তুু ধর
আপডেটঃ মার্চ ১৭, ২০২৩ | ৮:৩৯
Link Copied!

চাঁদপুরের জাগো হিন্দু পরিষদ (JHP) শাখার আয়োজনে কচুয়া কান্দারপাড় ইসকন মন্দিরে, শ্রী শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা পরবর্তী পুনর্মিলনী ও ১ম কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এসময় অনুষ্ঠানে JHP কচুয়া উপজেলার সারথি অসিক সরকার জয়ের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি উদ্ভোধন করেন কচুয়া ইসকনের সংগ্রামী সভাপতি শ্রীপাদ নিমাই হরি দাস ব্রহ্মচারী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন JHP কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক বাবু শ্রী নিতাই দেবনাথ।

বিজ্ঞাপন

মহান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কচুয়া উপজেলার সংগ্রামী সভাপতি বাবু শ্রী প্রানধন দেব।

আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ কচুয়া উপজেলার সংগ্রামী সভাপতি বাবু শ্রী ফনিভুষন মজুমদার তাপু এবং প্রধান বক্তা হিসেবে বক্তৃতা প্রদান করেন JHP চাঁদপুর জেলা জেলা শাখার প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক বাবু শ্রী হৃদয়জিৎ সরকার জয়জিৎ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন JHP কচুয়া উপজেলার উপদেষ্টা ও কচুয়া প্রেসক্লাবের সাবেক সফল সংগ্রামী সভাপতি বাবু শ্রী মানিক ভৌমিক।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক শ্রী রোটাঃ সজল ঘোষ, JHP দাউদকান্দি শাখা, কুমিল্লার বিল্পবী সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী তুষার ঘোষ, JHP চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক বাবু শ্রী মনোজ চক্রবর্তী, JHP চাঁদপুর জেলার অর্থ বিষয়ক সম্পাদক বাবু শ্রী সুমন চন্দ্র দাস, JHP চাঁদপুর জেলার প্রচার সম্পাদক বাবু শ্রী নয়ন চৌধুরী, JHP চাঁদপুর জেলার অভিযোগ বিষয়ক সম্পাদক বাবু শ্রী জয় ঘোষ, JHP চাঁদপুর জেলার কার্যকরী সদস্য বাবু শ্রী হিরামন সেন, JHP শাহ্‌রাস্তি উপজেলার সদস্য সচিব বাবু শ্রী প্রশান্ত চক্রবর্তী,JHP মতলব দঃ শাখার আহবায়ক শ্রী শিমুল দে। JHP দাউদকান্দি উপজেলার সহ-সভাপতি বাবু শ্রী অসিম সরকার ও সাংগঠনিক সম্পাদক বাবু শ্রী আশিক দাস।

অনুষ্ঠানটি সাফল্যমন্ডিতভাবে পরিচালনা করেন, JHP কচুয়া উপজেলার সংগ্রামী সদস্য সচিব বাবু শ্রী গোপাল দাস জয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, JHP কচুয়া উপজেলার আহ্বায়ক বাবু শ্রী শান্তু ধর।

স্বাগত বক্তব্য প্রদান করেন JHP ৬নং ইউনিয়নের সদস্য সচিব পঙ্কজ সরকার।

সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত ও উৎসবমুখরভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রথম প্রহরে কচুয়া শাখার আহবায়ক কমিটি ঘোষনা করা হয় এবং দ্বিতীয় প্রহরে শ্রী সুদীপ চক্রবর্তী কে সভাপতি ও শ্রী তাপস সাহা কে সাধারন সম্পাদক করে আংশিক পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়, যার মধ্যে সাংগঠনিক সম্পাদক শ্রী ভূষন সরকার, দপ্তর সম্পাদক শ্রী পঙ্কজ সরকার ও ছাত্র বিষয়ক সম্পাদক অসিক সরকার জয়।

অনুষ্ঠানে উপস্থিত সবাইকে জাগো হিন্দু পরিষদের কচুয়া উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ট্যাগ: