
হাজীগঞ্জ ডিগ্রি কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

Link Copied!


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া-মুনাজাত, কেককাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে প্রথমেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজের অধ্যক্ষ’সহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
এরপর কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ।
ওই সময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য কর্মজীবন সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারন করে, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে, আগামীতে স্মার্ট ও সোনার বাংলাদেশ গড়তে আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে ওই সময় বক্তব্য রাখেন, কলেজের বিদ্যুৎসাহী সদস্য ও সাবেক সহকারী অধ্যাপক জনাব স্বপন কুমার পাল, উপাধ্যক্ষ আনোয়ার উল্ল্যা, শিক্ষক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক জনাব নাজমা আক্তার, শিক্ষক পরিষদের সম্পাদক ও সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ মাকছুদুর রহমান, শিক্ষক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক জনাব প্রদীপ কুমার দাস প্রমুখ।
আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা শেষে জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

