
চাঁদপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে র্যালি ও শ্রদ্ধাঞ্জলি

Link Copied!

চাঁদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র্যালি ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে।
তুমি জন্মেছিলে বলেই জন্মেছে এই দেশ, মুজিব তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধু মানেই যেন বাংলার মুক্ত আকাশ, অবিরাম মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধু মানেই বাঙালি জাতির অস্তিত্ব, বাঙালির ঠিকানা। বঙ্গবন্ধু মানেই ঝড়-ঝঞ্ঝার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে সঠিক পথে চলা। বঙ্গবন্ধু মানেই বাঙালির আদর্শ, মৃত্যুঞ্জয়ী চেতনা।
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু, চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
র্যালি শেষে সকলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরনে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গনে “বঙ্গবন্ধুর প্রতিকৃতি” তে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
এসময় জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, চাঁদপুর’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


