রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৭, ২০২৩ | ১:২৩
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৭, ২০২৩ | ১:২৩
Link Copied!

হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে ২০২২ ও ২০২৩ সালের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণ, বদলীজনীত শিক্ষক ও আবসর প্রাপ্ত শিক্ষকদেরকে সংবর্ধণা দেওয়া হয়।

১৬ মার্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাংলাদেশ বেতারে সাবেক প্রকৌশলী মো: আবুল বাসার পাটওয়ারীর সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ পরানের সার্বিক পরিচালনায় বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক আতিকুর রহমান, মো: আকবর হোসেন সাহিন, আব্দুল কাইয়ুম ও রফিকুল ইসলামের যৌথ উপস্থাপনা করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ মো: জয়মান আবেদীন, বিশেষ অতিথি হিসেব রাজারগাঁও ইউপি চেয়ারম্যান হাজী মো: আব্দুল হাদী মিয়া।

বিজ্ঞাপন

ওই সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির দাতা সদস্য এসএম সালাউদ্দিন, সদস্য শাহ জালাল চৌধুরী মানিক, মো: জাহাঙ্গীর মজুমদার, মনির হোসেন তপদার, রাশেদা বেগম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী বৃন্দ, এলাকার গন্যমান ব্যক্তিবর্গ এবং সকল ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ: