ফরিদগঞ্জে সরকারি ভূমি উদ্ধারে ইউএনওর নোটিশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৬, ২০২৩ | ৮:১৮
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৬, ২০২৩ | ৮:১৮
Link Copied!

চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমির  হস্তক্ষেপে সরকারি ভূমি উদ্ধারে নোটিশ।

ভূমি  সরকারী তিন তলা ভবন নির্মান কাজ শেষের পথে। জমি রয়েছে অন্য দাগে দখল করেছে সরকারের ১খতিয়ানের ৩শতক জমি রয়েছে। প্রভাব খাটিয়ে স্থানীয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে  দিনে রাতে।
ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ  ইউনিয়নের পুরান রামপুর বাজারে।

জানা গেছে, ১৭৩নং পশ্চিম লাড়ুয়া মৌজার ১৭৮৭ দাগে খরিদ সূত্রে মালিক হয়েছেন স্থানীয় আব্বাস আলী  কিন্তু তিনি দখলে রেখেছেন ১৭৮৮দাগে। স্থানীয় লোকজন জানার পর জেলা রেকর্ড রুম থেকে বিধি মোতাবেক কাগজপত্র উত্তোলন করে ফরিদগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশন ভূমি বরাবর  লিখিত অভিযোগ করে। ওই অভিযোগের প্রেক্ষিতে নড়ে চড়ে বসে ইউনিয়ন ভূমি অফিস ভুল তথ্য উপস্থাপন করার করনে গোবিন্দপুর দক্ষিণ ভূমি অফিস আব্বাস আলীর নামজারি বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবরে লিখিত আবেদন করেন।

বিজ্ঞাপন

নামজারি বাতিলের আবেদন তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয় এলাকাবাসীর পক্ষে লিখত অভিযোগ করেছে স্থানীয় গন্যমান্য এমরান হোসেন ভূইয়া।  স্বপন ভূঁইয়া জানান, এই দাগে আব্বাছ আলীর  কোন মালিকানা নেই এই দাগে তার কোন খরিদা জমি ও নেই। তার জমি রয়েছে ১৭৮৭,দাগে এটা তার জবর দখল। এমরান হোসেন  ভূঁইয়া বলেন,এই জায়গা পুরান রামপুর ঐতিহ্যবাহী তোহা বাজার এবং নদীর ঘাট ছিলাম এই জায়গায়। ভূমি অফিসকে ভূয়া তথ্য দিয়ে খারিজ খতিয়ান করেছে। স্থানীয় ইউপি ভূমি অফিস তা তদন্ত করে বাতিল করবে। বাংলাদেশের প্রচলিত আইনের তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করবে।
ওই অভিযোগে প্রেক্ষিতে ফরিদগঞ্জ সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার নোটিশ দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ: