মোহনপুরে শান্তিপূর্ণ ভোট, দ্বাদশে জোরপূর্বক নৌকায় ভোট দেয়ার অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৬, ২০২৩ | ১১:২২
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৬, ২০২৩ | ১১:২২
Link Copied!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ও হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ শুরু হয়। দুই ইউনিয়নের মোহনপুরে নয়জন ও দ্বাদশগ্রামে ৬ জনসহ ১৫ জন চেয়ারম্যান পদ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মিলন মাহমুদ।

তিনি জানান, মোহনপুরের সবকটি কেন্দ্র ঝুঁকি পূর্ণ। এখানে পাঁচশতাধিক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচনে একদিন আগে নৌকাকে সমর্থন জানিয়ে সাত প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। নৌকার বিরুদ্ধে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী অটোরিকশা প্রতীকের কাজী মিজানুর রহমান জানান, এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। তবে বহিরাগতদের আনাগোনা বেশি।

অন্যদিকে দ্বাদশগ্রাম ইউনিয়নে অন্য প্রার্থীদের ভোট নৌকা প্রতীকে জোরপূর্বক দেয়ার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

ট্যাগ: