
রাত পোহালেই দ্বাদশে নির্বাচন


হাজীগঞ্জের ১২ নং দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন বৃহস্পতিবার ।

হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন অফিসার মোঃ ওবায়েদুর রহমান জানান, হাজীগঞ্জে দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকল কেন্দ্রে ইভিএমের সকল সরঞ্জাম পৌঁছে গেছে। নয় কেন্দ্রে সকল কর্মকর্তারা তাদের নিবাচনী কার্যক্রমে অংশগ্রহন করেছে।

চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী তারা হলেন মো. খোরশেদ আলম বকাউল (নৌকা), আবু তাহের (স্বতন্ত্র) (মোটরসাইকেল), মিজানুর রহমান (স্বতন্ত্র) (আনারস), কে এম রাসেল (স্বতন্ত) (টেলিফোন), আনোয়ারুল ইসলাম (স্বতন্ত্র) (চশমা), হেলাল উদ্দিন (স্বতন্ত্র) (ঘোড়া)।
নির্বাচনী মাঠ ঘুরে দেখা গেছে নৌকার সাথে মুল প্রতিদ্বন্দ্বীতা হবে। তবে লড়াই হবে দ্বিমুখী।

সংরক্ষিত মহিলা ১,২,৩ নং ওয়ার্ডে পাঁচজন প্রার্থী তারা হলেন, জোসনা বেগম (মাইক), তানজিনা বেগম (বই), মমতাজ বেগম (সূর্যমূখী ফুল) মর্জিনা আক্তার (তালগাছ), রৌওশন আরা (হেলিকপ্টার)।
সংরক্ষিত মহিলা ৪, ৫, ৬ নং ওয়ার্ডে চারজন প্রার্থী তারা হলেন কুহিনূর বেগম (বই), ফরিদা ইয়াছমিন (হেলিকপ্টার), মনি (কলম) , সালমা আক্তার (মাইক)।
সংরক্ষিত মহিলা ৭, ৮, ৯ নং ওয়ার্ডে তিনজন প্রার্থী তারা হলেন, ছালমা বেগম (কলম), জান্নাতুল ফেরদৌসী (মাইক), মরিয়ম বেগম (সূর্যমূখী ফুল)।
সাধারণ সদস্য পদে পুরুষ ১ নং ওয়ার্ডে দুইজন প্রার্থী, ইউছুফ পাটওয়ারী (ফুটবল), খলিল (তালা)।
২ নং ওয়ার্ডে তিনজন, মুকসুদ আলী (ফুটবল), মো. আওয়াল (মোরগ), জিসান উদ্দিন (বৈদ্যুতিক পাখা)।
৩ নং ওয়ার্ডে পাঁচজন তারা হলেন, মহসিন (টিউবওয়েল), আইয়ুব আলী (মোরগ), এরশাদ (ফুটবল), জসিম প্রধানীয়া (বৈদ্যুতিক পাখা), সেলিম বেপারী (তালা)।
৪ নং ওয়াডে প্রার্থী চারজন তারা হলেন, আজিজুল হাকিম (ফুটবল) আব্দুল মালেক (মোরগ), মোশাররফ হোসেন (আপেল), ইসমাইল হোসেন (তালা)।
৫ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে তিন জন প্রার্থী, আব্দুল হান্নান (মোরগ), শাহআলম (ঘুড়ি), হেলাল (ফুটবল)।
৬ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে চার জন তারা হলেন, নজরুল (টিউবওয়েল), মোখলেছুর রহমান (তালা), নূরে আলম (মোরগ), বিল্লাল প্রধানীয়া (ফুটবল)।
৭ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪ জন প্রার্থী তারা হলেন, জাকির হোসেন (বৈদ্যুতিক পাখা) ফখরুল ( মোরগ), বিল্লাল হোসেন প্রধানীয়া (তালা) হানিফ হোসেন (ফুটবল)।
৮ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩ জন তারা হলেন, কবির হোসেন( ফুটবল), শাহজালাল ( মোরগ),সিরাজুল ইসলাম (টিউবওয়েল)।
৯ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে পাঁচজন তারা হলেন, কাদির হোসেন (ফুটবল), মান্নান প্রধাপাঁচ নীয়া (আপেল),আলমগীর হোসেন (তালা), জহির হোসেন (মোরগ),মিজানুর রহমান ( টিউবওয়েল)
প্রতীক নিয়ে আজ নির্বাচনী মাঠ থাকবে সরগরম।

