
মতলব উত্তরে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন

Link Copied!

মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন, মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ০১ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন-২০২৩ উপলক্ষে ব্রিফিং প্যারেডের সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: মিলন মাহমুদ বিপিএম (বার)।
ব্রিফিং প্যারেডে মাননীয় পুলিশ সুপার নির্বাচনে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে জানান- প্রত্যেকটা কেন্দ্রে প্রয়োজন চেয়ে বেশি ফোর্স মোতায়ন করা হয়েছে।
আমরা প্রতিবারের ন্যায় এইবার ও নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ রাখবো। কেন্দ্রের নিরাপত্তা প্রদান, সাধারণ জনগণ যেনো নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী সকল ব্যক্তিকে গ্রেফতার ও কড়া নজরদারীর মধ্যে রাখা সহ বিভিন্ন দিক-নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন। মাননীয় পুলিশ সুপার এর সার্বিক দিক-নির্দেশনায়
E/N


