
কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ফরিদগঞ্জের রাজু’সহ গ্রেফতার ছয়



কুমিল্লা জেলার কোতয়ালী, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৩৬ বোতল ফেন্সিডিল ও ৪৪ কেজি গাঁজা’সহ ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।

এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল গত ১৪ মার্চ বিকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯৫ বোতল ফেন্সিডিল ও ১৪ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

পৃথক অন্য আরেকটি র্যাব-১১, এর একটি আভিযানিক দল ১৪ মার্চ বিকালে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন টিক্কারচর ব্রীজ এলাকায় ৪১ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
অন্য আরেকটি অভিযানে র্যাব-১১, এর একটি আভিযানিক দল ১৪ মার্চ রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন নন্দনপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজা’সহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পৃথক অপর একটি আরেকটি অভিযানে র্যাব-১১, এর আভিযানিক দল ১৪ মার্চ রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর আশ্রাফপুর এলাকায় অভিযান পরিচালনা করে ছয় কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার তেলিহাটি (মধ্যমপাড়া) গ্রামের মোঃ আলকাছ মিয়ার ছেলে মোঃ মানিক মিয়া (২৩), একই থানার কাদৈর
পূর্বপাড়া (সুবর্ণপুর) গ্রামের মোঃ মফিজুর রহমানের ছেলে মোঃ রুবেল হোসেন (২০), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন মনতলা গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে মোঃ রাজু (৩৬), কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার চৌয়ারা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত মন্নানের মেয়ে সেলিনা বেগম (৪৩), নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার পশ্চিম দেওভোগ গ্রামের আব্দুল মোতালেব মোঃ রুমান (২৪) এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কোমারডোগা (পূর্বপাড়া) গ্রামের মীর অহিদুর রহমানের ছেলে মীর মিজানুর রহমান (৪০)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

