
চারস্তরের নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ ইউনিয়ন নির্বাচন



হাজীগঞ্জ উপজেলার ১২নং দ্বাদশ ইউনিয়নে দ্বিতীয়বারের মতো ইভিএমে মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোট গ্রহণ।

ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন, এছাড়াও সাধারণ সদস্য পদে ৩৩জন ও নারী সংরক্ষিত আসনের ১২জনসহ মোট ৫০জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে আট টা থেকে একটানা সাড়ে চার টা পর্যন্ত চার স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহন সম্পন্ন হবে।

ইতিমধ্যেই নির্বাচনকে কেন্দ্র করে দ্বাদশ ইউনিয়নকে নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে প্রশাসন। যাতে সাধারণ ভোটারগণ নির্বিঘ্নেই ভোট কেন্দ্রে প্রবেশ করে তাদের ভোট প্রয়োগ করতে পারে।
দ্বাদশ ইউনিয়নে পুরুষ ও নারী প্রায় ১২হাজার ৩৬ জন ভোটার রয়েছে। নয়টি কেন্দ্রের ৩৮টি বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিসার মো. ওবায়েদুর রহমান জানান, ইতিমধ্যে নির্বাচনের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত পরিমাণ ফোর্স মোতায়েনে করা হয়েছে। এছাড়াও নির্বাচন পর্যবেক্ষণে চারজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
নির্বাচন’কে কেন্দ্র করে দ্বাদশ ইউনিয়নে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই সাথে রয়েছে অজানা শংঙ্কাও। যে কোন ধরনের অপৃতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পরিমাণে পুলিশ, আনসার, বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে।
পুরো ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আনাচে কানাচে প্রার্থীদের পোষ্টার, ফেস্টুন ও ছেয়ে গেছে চেয়ে গেছে।

