মোহনপুরে কোন গুলির ঘটনা হয়নি: কাজী মিজান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৫, ২০২৩ | ৮:৫১
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৫, ২০২৩ | ৮:৫১
Link Copied!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচন ১৬ মার্চ (বৃহস্পতিবার)। নির্বাচনের শেষ সময়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) মধ্য রাতে শেষ হয়েছে প্রচার প্রচারণা। নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী আব্দুল হাই প্রধানিয়ার সমর্থকরদের উপর হামলা ও গুলি করা হয়েছে বলে তিনি যে দাবী করেছেন তা সঠিক নয় এবং এমন ধরণের ঘটনা হয়নি বলে জানিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী মিজানুর রহমান।

মঙ্গলবার (১৪ মার্চ) রাতে তিনি আওয়ামী লীগ প্রার্থীর অভিযোগের বিষয়টি সত্য নয় বলে দাবী করে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। কাজী মিজানুর রহমান সাংবাদিকদেরকে বলেন, তিনি প্রতিপক্ষের আচরণে এবং হামলার পর পর ঘটনায় খুবই শংকিত, আতংকিত এবং প্রাণ হানির ভয়ে রয়েছেন। তাকে মোহনপুর থেকে বিতাড়িত করতে একটি পক্ষ উঠে পড়ে লেগেছেন। তার সমর্থকদেরকে বেশ কয়েকবার আহত করেছেন। যা গনমাধ্যমে প্রকাশ হয়েছে। তারা নারী সমর্থকদের উপরও হামলা করেছেন।

এসব ঘটনায় তিনি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি বলেন, তিনি নৌকা প্রতীক পেয়েছেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে মিথ্যা অভিযোগ করে নৌকা ছিনিয়ে নিয়েছেন। ষড়যন্ত্রকারীরা এখন তাকে জীবনে মেরে পেলার লীপ্ত রয়েছেন। তিনি একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দাবী করেন। এ ক্ষেত্রে নির্বাচন পরিচালনায় নিয়োজিত সরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনী ও গনমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

কাজী মিজান বলেন, গত কয়েকদিন আমার নেতা-কর্মীর ও সমর্থকদের উপর যে পরিমাণ হামলা হয়েছে, তা বর্ননা করার মত নয়। ৭ থেকে ৮জন সমর্থক গুরুতর আহত হয়েছেন। অনেকেই চিকিৎসা নিয়েছেন। আমার বাড়ীতে তারা বোমা হামলা করেছে। আমাদের এই ইউনিয়নে এই ধরণের ঘটনা পূর্বে কখনো হয়নি। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বি সকল প্রার্থীর প্রতি শ্রদ্ধাশীল। ষড়যন্ত্রকারীরা সকলের পরিচিত। তারা প্রভাবশালী। তারা নৌকার উপর ভর করে আমার নেতাকর্মীর হামলা করছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। যাতে করে তারা এই ধরণের প্রচার চালিয়ে নিজেরা সুবিধা গ্রহণ করতে পারেন।

এদিকে, আওয়ামী লীগের সমর্থকরা গুলিবিদ্ধ হয়েছেন কিংবা হামলার এমন ধরণের কোন ঘটনা হয়নি বলে জানিয়েছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন। তিনি বলেন আমাদের পুলিশ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ২৪ ঘন্টা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ: