
মোহনপুরে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের উপর হামালার অভিযোগ

Link Copied!

আগামীকাল ১৬ মার্চ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন। নির্বাচনকে ঘিরে সর্বশেষ প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে নৌকার প্রার্থীর আব্দুল হাই প্রধানের সমর্থকদের উপর হামলা ও গুলি করেছেন বলে অভিযোগ করা হয়।
মঙ্গলবার দিনগত রাতে মোহনপুর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী মিজানুর রহমান ও তার ভাই কাজী মতিনের বিরুদ্ধে নৌকার সমর্থকতের উপর হামলার অভিযোগ করেন নৌকার প্রার্থী আব্দুল হাই।
প্রতিপক্ষের হামলায় নৌকার তিনজন সমর্থক আহত হয়েছেন এবং তিনি আইন শৃঙলখা বাহিনীর সহায়তা পাননি বলেও দাবী করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুছ, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, সাজেদুর রহমান চৌধুরী দীপুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
তবে আওয়ামী লীগের সমর্থকরা গুলিবিদ্ধ হয়েছেন কিংবা হামলার এমন ধরণের কোন ঘটনা হয়নি বলে জানিয়েছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন। তিনি বলেন আমাদের পুলিশ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ২৪ ঘন্টা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছেন।
এদিকে রাতে মোহনপুর নির্বাচনী এলাকায় গিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। নির্বাচনী এলাকায় মতলব উত্তর থানা পুলিশ, ডিবি ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী টহল জোরদার করতে দেখাগেছে।


