কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজী’সহ গ্রেফতার দুই: ইজিবাইক জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৩, ২০২৩ | ৫:৪৯
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৩, ২০২৩ | ৫:৪৯
Link Copied!

কুমিল্লা জেলার লাকসাম থানাধীন মুদাফরগঞ্জ এলাকা থেকে প্রায় ২,৩১,০০০ (দুই লক্ষ একত্রিশ হাজার) পিস ভারতীয় আতশবাজী’সহ দুইজন চোরাকারবারিকে গ্রেফতার করে র‌্যাব-১১।

এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল  ১২ মার্চ রাতে কুমিল্লা জেলার লাকসাম থানাধীন মুদাফরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রায় ২,৩১,০০০ (দুই লক্ষ একত্রিশ হাজার) পিস ভারতীয় আতশজবাজী’সহ দুইজন চোরাকারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত চোরাকারবারিরা  কুমিল্লা জেলার লাকসাম থানার কোন্ডা (উত্তরপাড়া) গ্রামের
মৃত মোস্তফার ছেলে মোঃ শফিক (৩২) এবং একই জেলার মনোহরগঞ্জ থানার জলিপুর
(মাইজপাড়া) গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ জিয়াউর রহমান (৩৫)।

 

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার লাকসাম থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: