মতলবে ভাবির লাথিতে ননদ নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৩, ২০২৩ | ৪:১২
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৩, ২০২৩ | ৪:১২
Link Copied!

মতলব দক্ষিণের বহরী গ্রামে রোববার স্বামী পরিত্যক্তা মাকসুদা আক্তারকে (৫০) লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে ভাবি কোহিনুর আক্তারে বিরুদ্ধে।

 

প্রায় ৩০ বছর আগে মাকসুদার বিয়ে হয়। বিয়ের পাঁচ বছর পর তার সঙ্গে স্বামীর ডিভোর্স হয়। ওই দম্পতির একটি মেয়ে রয়েছে। ওই মেয়েটির অনেক আগেই বিয়ে হয়। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির সময় সালিশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মাকসুদাকে ৫০ হাজার টাকা দেন স্বামী। ওই টাকা জমা রাখা হয় মাকসুদার ভাই মনির হোসেনের কাছে। কিন্তু‘ আজো মনির ওই টাকা মাকসুদাকে দেননি। এ নিয়ে প্রায়ই মনির ও মাকসুদার মধ্যে বিবাদ লেগেই থাকত।

বিজ্ঞাপন

ট্যাগ: