
কচুয়ায় মেধাবৃত্তি ও মুক্তিযোদ্ধা সম্মাননা স্মারক অনুষ্ঠান উদযাপন



কচুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বৃত্তি প্রদান ও মুক্তিযোদ্ধােদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে কচুয়া উপজেলা পরিষদের হল রুমে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমির হসেন মজুমদারের পরিচালনায় এ বৃত্তি প্রদান ও সম্মাননা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির বলেছেন, লেখা পড়া শিখে আমাদের একজন মানবিক গুনাবলি সম্পন্ন মানুষ হওয়া দরকার। আর লেখা পড়ার মূল কথাই হচ্ছে মানবিক গুণাবলি অর্জন করা। আমরা লেখাপড়া শিখে কতটুকু মানবিক গুণাবলি অর্জন করছি তা লেখাপড়ার মাধ্যমেই প্রমাণ করতে হবে। তাছাড়া আমাদের এ সমাজে আজকাল সুশিক্ষা অর্জন না করার কারণে মাদকের ছোবল মেরেছে। তাই এখন আমাদেরকে সুশিক্ষা অর্জন করতে হবে। সুশিক্ষা না থাকার কারনে বাংলাদেশের ইতিহাস বিকৃত হয়েছে। আর এ কারনেই আজ আমাদের জাতির পিতার ইতিহাস নিয়ে অনেকেই অনেক কথা বলে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, শিক্ষা অফিসার এ এইচ এম শাহরিয়ার রসুল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশ্রাফ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মবিন ও জাবের মিয়া সহ প্রমুখ।
মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় মুক্তিযোদ্ধা সম্মাননা শেষে ১৬০ জন শিক্ষার্থীকে ট্যালেন্টফুলে ও ১৮৩ জন শিক্ষার্থী কে সাধারণ গ্রেডে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।
মেধাবৃত্তি তালিকায় প্রথম স্থান অধিকার করেছে সাচার আইডিয়াল কিন্ডারগার্টেন ও দ্বিতীয় স্থান করেছে কচুয়া ক্যামব্রিয়ান স্কুল।

