
হাজীগঞ্জে বিদ্যুৎতের শর্টসার্কিটে পুড়ে গেলো ১০ বসতঘর :অর্ধ কোটি টাকার ক্ষতি



চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর জলিল মুন্সীর বাড়ীতে দশটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।

সোমবার দুপুরে মোফাজ্জল মুন্সী (৫০) এর টিনসেট বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মধ্যে তোফাজ্জল মুন্সী, কুদ্দুছ মুন্সী(৪৮), শুকুর আলী(৪৩), জুয়েল রানা(৩০), জুলহাস উদ্দীন (৩৫), রবিউল আলম(৩৫), ফারুক (৩৫), সুফিয়ান (৩৫), ফজলুল হক (৬৫) ও খোরশেদ আলম(৩৬) পরিবার।
ক্ষতিগ্রস্ত মোফাজ্জল মুন্সী বলেন, বাড়ীর সবার সব শেষ হয়ে গেলো। দশটি বসতঘর পুড়ে প্রায় ৭০ লাখ টাকাট ক্ষয়ক্ষতি হয় তাদের।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাজেদুল কবির জোয়ার্দার অগ্নিকাণ্ডে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুরো বাড়ীর দশ ঘর পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আধা ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া৷ দশটি বসতঘরে পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতার জন্য এলাকাবাসীসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।
হাজীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, দশটি পরিবার খোলা আকাশের নিচে। তাদের জন্য দ্রুত শুকনা খাবার ও কিছু কম্বল সরবরাহ করা হয়েছে

