ফরিদগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১২, ২০২৩ | ৭:১০
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১২, ২০২৩ | ৭:১০
Link Copied!

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারি কমিশনার (ভুমি) আজিজুন্নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।

এ সময় তিনি বলেন, সরকার প্রাথমিক শিক্ষার উপরে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। কি ভাবে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নেওয়া যায়। এই সরকারে আমলে এই প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু করেন। সারাদেশ থেকে প্রাথমিক শিক্ষা অবদান রাখার উপরে জাতীয় ভাবে সন্মানা প্রদান করা হয়। স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে সারাদেশে শিক্ষা ব্যবস্থা ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে সরকার। প্রতিটি শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় নিয়ে আসছে। বছরের প্রথম দিকে নতুন বই তুলে দিচ্ছে। আওয়ামীলীগ সরকার আগামীতে আবার ক্ষমতায় আসলে এইদেশকে একটি স্মাট বাংলাদেশে রুপান্তর করবে।

বিজ্ঞাপন

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, উপজেলা শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল হোসেন, সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন প্রমুখ।

আলোচনা শেষে চিত্রাংকণ, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরে অনুষ্ঠানে অংশগ্রহন প্রতিযোগীদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ: