করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের নবীনবরণ ও পুরষ্কার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১১, ২০২৩ | ১০:২২
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১১, ২০২৩ | ১০:২২
Link Copied!

শাহরাস্তি-হাজীগঞ্জের গনমানুষের নেতা, মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেছেন, বিজ্ঞানী নিউটনের এ প্লাস ছিলো না, কিন্তু আধুনিক বিজ্ঞান এখনো তাঁর সুত্রেই চলছে। এরকম অনেক নজির রয়েছে যাঁরা এ প্লাস পায়নি কিন্তু ব্যক্তিগত জীবনে নিজেকে অনেক উচ্চতায় পৌঁছে নিয়েছেন কেবল গভীর অধ্যয়নের মাধ্যমে। কেবল এ প্লাসের জন্য লেখাপড়া নয়, জ্ঞানার্জনের জন্য লেখাপড়া করতে হবে। তোমাদের প্রচুর অধ্যয়ন করতে হবে। লক্ষ শহীদের প্রানের বিনিময়ে এই দেশ ছিনিয়ে এনেছি আমরা। তাদের ঋণ তোমাদের শোধ দিতে হবে। শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না, জ্ঞান অর্জন করতে হবে।

তিনি আরো বলেন, সকল শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগীতা থাকতে হবে, তবে প্রতিযোগীতায় হিংসা থাকবে না, তাতে থাকবে সহমর্মিতা ও সহনশীলতা। তবেই প্রতিযোগীতার সার্থকতা আসবে।

শনিবার দুপুরে শাহরাস্তি উপজেলার নাওড়ায় অবস্থিত করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজ মাঠে কলেজের নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।

বিজ্ঞাপন

কলেজ অধ্যক্ষ আহমেদ হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক একেএম মাহবুবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ, পৌরসভা মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক স্বপন কর্মকার প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ: