
ফরিদগঞ্জে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু

Link Copied!


ফরিদগঞ্জে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তিন সন্তানের জনক আলমাস হোসেনের ওরফে কুট্টি মনা’র (৪০) মৃত্যু হয়।

শনিবার দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম গাব্দের গাঁও এলাকার মনার বাড়িতে এ ঘটনা ঘটে। বিদ্যুৎ পৃষ্ঠ কুট্টি মনা মৃত মোশাররফ হোসেনের ছোট ছেলে।
পরিবারের লোকজন জানান, শনিবার দুপুরে কুট্টি মনা নিজ ঘরে অটোরিকশা চার্জ দিতে গেলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়। এরপর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তিন সন্তানের জনক কুট্টি মনার মৃত্যুর সংবাদ পেয়ে থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য লিটন ঘটনাস্থল পরিদর্শন করেন।

