
নারীদের উন্নয়ন চায় না বিএনপি-জামায়াত : শিক্ষামন্ত্রী



শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা – প্রতিপাদ্যকে নিয়ে নারী দিবসের আলোচনা সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, নারীদের উন্নয়ন চায় না বিএনপি-জামায়ত। তারা চায় না নারীরা এগিয়ে যাক। তারা চায় না নারীরা শিক্ষিত হোক। তারা চায় না নারীরা সাবলম্বী হোক। তারা চায় না নারীরা স্বাধীনভাবে নিজের আত্মসম্মান নিয়ে সক্ষমতা বাড়িয়ে তুলুক।

শুক্রবার বিকালে চাঁদপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, জনসংখ্যার অর্ধেক নারী। নারীরা পিছে থাকলে দেশ এগিয়ে যাবে না। শেখ হাসিনা ক্ষমতায় আসলে নারীদের উন্নয়ন হয়।
জেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলালীগের আয়োজনে নারী দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আহবায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান। ওইসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল ও যুব মহিলালীগ নেত্রী কাউন্সিলর ফরিদা ইলিয়াস।

