
হাইমচরে বালতির পানিতে ডুবে ১৪ মাসের শিশুর মৃত্যু

Link Copied!


চাঁদপুরের হাইমচরে বালতির পানিতে ডুবে ১৪ মাসের শিশু আমেনার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের উত্তর গন্ডামারা গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত আমেনা ওই গ্রামের মোঃ সবুজ মিজির মেয়ে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

শিশুটির চাচা জানান, মা শারমিন বেগম হঠাৎ ঘুম থেকে উঠে খাটের পাশে রাখা বালতির পানিতে পড়ে আছে। পরে আত্মীয়-স্বজনরা হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আমেনাকে মৃত ঘোষণা করে।
সবুজ মিজি বলেন, আমার মেয়ে আমেনা ছিল পরিবারের সকলের চোখের মণি। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

