
৭ই মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শাহরাস্তি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন



৭ই মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শাহরাস্তি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

মো.শাহ আলম ভূঁইয়াঃ(বিশেষ প্রতিনিধি)
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে শাহরাস্তি উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা আওয়ামীলীগ, সেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগের শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।
উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের পক্ষে কামরুজ্জামান ভূঁইয়া, রনজিৎ মজুমদার, ডাঃ মোতাহের সুমন প্রমূখ ব্যক্তিরা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সেচ্ছাসেবক নেতৃবৃন্দরা বলেন, বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌরবের এক অনন্য দিন আজ। ৫২ বছর আগের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে গর্জে উঠেছিল উত্তাল জনসমুদ্র।
লাখ লাখ মানুষের গগনবিদারী স্লোগানে সেদিন উড়ে বাংলাদেশের মানচিত্র লাল-সবুজের পতাকা। মূলত বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়েই স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল।

