লক্ষ্মীপুর থেকে আওয়ামীলীগের শান্তি সমাবেশে অতর্কিত হামলায় আহত ৭

ডেস্ক নিউজ
আপডেটঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৩ | ৭:৫৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৩ | ৭:৫৮
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশিত চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতির সময় অতর্কিত হামলা চালিয়ে ৭ জনকে গুরুত্ব আহত করা হয়েছে। স্থানীয় চেয়ারম্যানের লোকজন এমন হামলার ঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। ২৫ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টায় চাঁদপুর সদরের ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প সংলগ্ন পুলের উপর এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নের আবু গাজীর ছেলে নানু গাজী (৬৭), মহেশ ত্রিপুরার ছেলে মিশু ত্রিপুরা (৫৩) মৃত মাহাম্মদ খানের ছেলে খোকন খান (৫২), ও খালেক ঢালীর ছেলে হাফেজ ঢালী (৫৫)সহ অজ্ঞাত আরো ৪/৫ জন । আহতরা বর্তমানে ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতলে চিকিৎসাধীন আহত নান্নু গাজী মিশু ত্রিপুরা ও খোকন খান জানান, ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশে যোগ দেয়ার জন্য তারা কয়েকজন মিলিত হয়ে প্রস্তুতি গ্রহণ করেন। এ সময় হঠাৎ একই এলাকার আলী আহম্মদ ভুঁয়ার ছেলে মুজিব ভুইয়া, খালেক শেখের ছেলে বিল্লাল শেখ, মাহাম্মদ ভূঁইয়ার ছেলে হাবিব ভূঁইয়া ও বাবু ভূঁইয়া এবং নুরা মাঝির ছেলে শাহ আলম মাঝিরা তারা চার ভাইসহ অজ্ঞাত আরো ২০-২৫ জন মিলে দেশীয় লাঠিসোটা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। আহতদের অভিযোগ হামলাকারীরা প্রত্যেকেই স্থানীয় চেয়ারম্যানের লোকজন। তারা জানান চেয়ারম্যানের ইন্দনেই দলীয় গ্রুপিংয়ের জেরে হামলাকারীরা তাদের উপর এভাবে অতর্কিত হামলা চালিয়েছে।
তারা আরো জানান এমন হামলার ঘঠনার খবর পেয়ে ঘঠনাস্থলে পুলিশ ছুটে গেলেও পুলিশ সদস্যদের সামনেই হামলাকারীরা তাদের সঙ্গে অনেক হুমকি-ধমকি প্রধান করেন।

বিজ্ঞাপন

হামলাকারীদের এলোপাতাড়ি মারধরের কারণে ভুক্তভোগীরা গুরুত্বর আহত হয়ে পড়লে এলাকার অন্যান্য লোকজন তাদেরকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ: