হাজীগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

মজিব পাটোয়ারী মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৩ | ৪:৪৮
মজিব পাটোয়ারী মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৩ | ৪:৪৮
Link Copied!

দ্রব্যমূল্য ক্রমাগত উর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতীসত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয়বস্ত সংযোজনের প্রতিবাদ ও শিক্ষার সর্বস্তরের ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবীতে হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুম্মার নামাজের পর ইসলামী আন্দোলন হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসেন প্রধানীয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ মধ্য বাজার থেকে শুরু করে বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ঐতিহাসিক বড় মসজিদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে ইসলামি আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন মিয়াজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাফেজ মাকছুদুর রহমান।

বিজ্ঞাপন

সভায় ওই সময় বক্তৃতা করেন, জেলা ইসলামী যুব আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা হেলাল, হাজীগঞ্জ উপজেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহতাব উদ্দিন চৌধুরী, সদস্য মাওলানা জোবাইর আহমেদ।

বিক্ষোভ সমাবেশে ওই সময়, যুগ্ন সাধারন সম্পাদক জামাল গাজী, সদস্য আলহাজ্ব খোরশেদ আলম’সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: