
মকিমাবাদে মাতৃভাষা দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী



হাজীগঞ্জে ছাত্রসমাজের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু, কিশোর, কিশোরীদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে পৌরসভার পূর্ব মকিমাবাদ শাহাবুদ্দিন সর্দার এর বাড়ির উত্তর পাশে মল্লিক বাড়ী সংলগ্ন মাঠে ছাত্র সমাজ ফাউন্ডেশনের আয়োজনে পনেরো টি ইভেন্টে প্রতিযোগিতা হয়।
ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ওয়ালী উদ্দিন খোকার সভাপতিত্বে ও বাজার ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন সাবু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ওয়ার্ড বিএনপির সভাপতি মোল্লা মো. আসিফ ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাক মাঈনুদ্দিন মুক্তা, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, মহসিন মল্লিক প্রমুখ।
অনুষ্ঠানের আয়োজন করেন মহিউদ্দিন সর্দার সুমন, মো. ফিরোজ খান আবরার বাসিত, মো. রিয়াজখান, সোহানুর রহমান সোহাগ, মো. ইকবাল মল্লিক, মো. হাবিবুর রহমান সোহাগ, সামিউল আলম মুন্না, মো. সোলেমান খান নুর, মোঃ ইশাদ মোঃ মেরাজ হোসেন, মোঃ রবিউল হোসেন শান্ত, মোঃ সজিব মল্লিক।
ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় পনেরো’টি ইভেন্টে অংশগ্রহণ কারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
ওইসময় উপস্থিত অতিথি বৃন্দদের মাঝে সন্মাননা স্মারক প্রদান করেন ছাত্র সমাজ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

