
ঢাকা বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ



ফিল্মি স্টাইলে ঢাকা বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ অবশেষে র্যাবের হাতে ধরা পড়লেন তিন অপহরণকারী। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাগৈড় আলিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-১০ এর একটি দল। গ্রেফতারকৃতরা হলেন- মো. রবিন হোসেন (২৪), মো. রমজান আলী (৪২) ও মো. এরশাদ (২৬)। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার ৮৭০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, গত ১২ ফেব্রুয়ারি বিমানবন্দর থেকে প্রবাসীকে ব্যাগসহ জোর করে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যান তারা। পরে মুক্তিপণ আদায় করতে মারধর করে ও হুমকি দিতে থাকে। তাদের একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয়। পরে আত্মীয়দের মোবাইলে কল দিয়ে সাড়ে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। আত্মীয়রা ঘটনাটি র্যাবকে জানালে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার ও অপহৃতদের উদ্ধার করে। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রবাসীর ছোট ভাই মো. শাহাদাত হোসেন বাদী হয়ে একটি অপহরণ মামলা করেছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।


