শাহাদাত হোসেন শান্তের “অট্টহাসি”

শাহাদাত হোসেন শান্ত
আপডেটঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৩ | ১০:৩৩
শাহাদাত হোসেন শান্ত
আপডেটঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৩ | ১০:৩৩
Link Copied!

কবিতা
প্রেম ভালোবাসার কথা বলে
কবিতা
সত্য সুন্দর সাম্য এবং প্রতিবাদের দ্ব্যর্থহীন উচ্চারণ
কবিতা নজরুলের-
‘আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাঁকন-চুড়ির কন্ কন্
তার বিদ্রোহী উচ্চারণ
মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য।’

কবিতার ভাষাশৈলীর রকমফের।
নুন লেবু লঙ্কামাখা কবিতা
কখনও কটা কখনও তেঁতো কখনও পানসা কখনও ঝাল
কখনও আলপিনের খোঁচা কখনওবা প্রেমের ঝঙ্কার
কখনও তপ্ত দাবানল কখনও বন্দুকের নল কখনও কানমল।
হরেক রূপের কবিতার গাঁথুনিতে খোদ কবিতা
খলনায়কের অট্টহাসিতে বিভোর।

কারণ কবিতা তো কভু হওয়ার নয়-
তোষামোদি, নতজানু, দালালি, চাটুকারির অলংকার
অপাত্রে কন্যাদানের মতো অজাতকে জাতে তোলার শব্দ ঝংকার!
অথচ তাই হচ্ছে আজ অহর্নিশ।

বিজ্ঞাপন

যা দেখে শয়তানও দাঁত কেলিয়ে বলে-
‘যেদিন পৃথিবীতে তোষামোদি, দালাল, চাটুকারের জন্ম হলো
সত্যিকারের সন্তানের জনক হয়ে সেদিন আমার কপাল খুলল।’
হা হা হি হি!

অট্টহাসির মাঝে সম্বিৎ ফিরে পেয়ে খোদ কবিতার স্বগতোক্তি-
‘দোহাই লাগে এবার থাম্, মান হলো আমার ক্ষুন্ন ’
——

Ni/N

বিজ্ঞাপন

ট্যাগ: