
কালোচোঁ ইউনিয়নে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির পদযাত্রা

Link Copied!

হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও ১০দফা দাবী আদায়ের লক্ষে পদ যাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ৪নং কালোচোঁ(দক্ষিণ) ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ পদযাত্রা কর্মসূচি সম্পন্ন হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি: মো. মমিনুল হকের পক্ষে পদযাত্রাটি রামপুর উত্তর বাজার থেকে বের হয়ে পুরো বাজার প্রদক্ষিণ করে বালু মাঠে এসে সমাবেশে মিলিত হয়।
ওইসময় বক্তৃতা করেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের, ৪নং কালচোঁ(দ:) ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার উল্ল্যাহ পাটোয়ারী, সাধারণ-সম্পাদক ও চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, ইউনিয়ন বিএনপি নেতা প্রফেসর আব্দুল হাই মজুমদার, মমিনুল হক লন্ডনি, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মো:ফয়সাল হোসাইন, হাজীগঞ্জ পৌর ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক মো:হাসান, হাজীগঞ্জ উপজেলা মৎসজীবী দলের যুগ্ন-সাধারন সম্পাদক মো:আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল তানভীর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক শাহাদাৎ মিয়াজি, উপজেলা ছাত্রদলের যুগ্ন- আহবায়ক গোলাম মোরশেদ হিরা, ইউনিয়ন যুবদলের সভাপতি মামুন মজুমদার, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন আনা, সহ-সভাপতি বারেক মজুমদার, যুগ্ন-সাধারন সম্পাদক সামাদ পাঠান, সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লা, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি ইমরান মজুমদার, সাধারণ সম্পাদক মালেক বেপারি, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন পাটোয়ারী সাকিব, সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ প্রধানিয়া, সহ-সভাপতি পিসান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক দিদার, যুগ্ন-সাধারন সম্পাদক আমান উল্ল্যাহ নাজিব,
আল-মামুন, তারেক মজুমদার, দপ্তর সম্পাদক ফজলে রাব্বি, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতিনরফিক খলিফা, সাংগঠনিক সম্পাদক মজিব রহমানসহ ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


