
হাটিলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ সম্পন্ন



হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কেন্দ্রীয় আওয়ামী লীগের ঘোষিত বিএনপি, জামায়াত শিবিরের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ সম্পন্ন হয়।

শনিবার বিকালে হাড়িয়ান আড়ংস্থ ইউনিয়ন পরিষদ সংলগ্ন এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৩নং ওয়ার্ড লাওকোরা আওয়ামী লীগের সভাপতি কাইয়ুম বেপারীর সভাপতিত্বে ও সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ইউনিয় আওয়ামী সভাপতি ও চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রধানীয়া।
অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক এস এম রাসেল মজুমদার, সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।
ওইসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি উত্তম কুমার সরকার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাহ মো.ছগীর, বিল্লাল মির্জা, জলিলুর রহমান সুলতান, মো. স্বপন, মিজানুর রহমান আখন্দ, এমরান হোসেন মুন্সী, লেয়াকত হোসেন পাটোয়ারী, হেলাল মজুমদারসহ প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

