
তিনদিন ব্যাপী শীতের পিঠা উৎসব শুরু আজ

Link Copied!


নতুন ধানে নতুন প্রানে, চলো মাতি পিঠার গানে ইশা পিঠা ঘর নিয়ে এসেছে বাহারী স্বাদে শীতের পিঠা পুলি। হাজীগঞ্জে শীতকালিন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার,শুক্রবার, শনিবার তিনদিন ব্যাপী ।

https://fb.watch/ihPPFp6h9t/
গত বছরের ন্যায় এবারো থাকছে পিঠা মেলা। হাজীগঞ্জ সান্ত্বনা সুপার মার্কেটে আমার আপনার সুপরিচিত ইশা পিঠা ঘর নিয়ে এসেছি বাহারী স্বাদ আর রঙ্গে শীতের পিঠা।

ইশা পিঠা ঘরে থাকছে মুগ পিঠা,, নকশী পিঠা, ইলিশ পিঠা, চিংড়ি পিঠা, নারকেলপুর, শাহী ভাপাপিঠা, ঝিনুক পিঠা, তিলের পিঠা, রঙ্গিলা পাটিসাপটা ও চিকেন ঝাল পিঠাসহ নানান পিঠার সমাহার।
আপনাদের সকলের অংশ গ্রহণের মাধ্যমে পিঠা উৎসব হয়ে উঠুক আনন্দময়। ইশা পিঠা ঘরের পক্ষ থেকে সবাইকে সাদরে আমন্ত্রণ।
E/N

