হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা

বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুন্নুর স্মরণসভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৪, ২০২২ | ১০:২০
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৪, ২০২২ | ১০:২০
Link Copied!

হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুন্নুর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।

শনিবার বিকালে উপজেলার নাসিরকোট শহীদ সমাধিস্থল প্রাঙ্গণে পরিষদের সভাপতি সাবিহা সুলতানার সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, আবদুর রব খোকন বিএসসি, নুরুল আমিন বিএসসি, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, সংগঠনের সাধারণ সম্পাদক গাজী সালাহ উদ্দিন, সাংবাদিক মনিরুজ্জামান বাবলু, এসএস মিরাজ মুন্সী ও গাজী নাছির উদ্দীন।

হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের কোষাধ্যক্ষ সাফিউল বাসার রুজমনের উপস্থাপনায় প্রয়াত মাহবুবুল আলম চুন্নুর একমাত্র ছেলে আলম শিমুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে মেধাতালিকায় স্নাতকোত্তর সম্পন্ন করায় সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ। পরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিরা।

বিজ্ঞাপন

এর আগে মরহুমের কবর জেয়ারত ও পারিবারিক মিলাদ ও দোয়া আয়োজনে অংশ নেয় সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দ।

ট্যাগ: