
হাইমচরে ভেঙে পড়ল আ.লীগের সম্মেলন মঞ্চ



চাঁদপুরের হাইমচরে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন মঞ্চে বিপুলসংখ্যক নেতাকর্মী উঠে পড়ে। এ সময় হঠাৎই ভেঙে পড়ে মঞ্চ।

তবে নেতাকর্মী আহত হয়নি বলে দাবি করেন আয়োজকরা।
উপস্থিত নেতাকর্মীরা জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে হাইমচরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বক্তব্য রাখছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী। এ সময় বক্তব্য চলাকালে হঠাৎ ভেঙে পড়ে মঞ্চটি। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সেলফি বা ছবি তুলতেই ভিড় জমায় পরিচিত-অপরিচিত নেতাকর্মীরা। তাদের ভারে মঞ্চ ভেঙে পড়ে।
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়ার সভাপতিত্বে সম্মেলনে স্বপন জানান, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে দেশে কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে না। তাই বিএনপি-জামায়াতের মতো আগুন সন্ত্রাসীদের রুখে দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করতে হবে।

