হাইমচরে ভেঙে পড়ল আ.লীগের সম্মেলন মঞ্চ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১১, ২০২২ | ১:৪৬
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১১, ২০২২ | ১:৪৬
Link Copied!

চাঁদপুরের হাইমচরে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন মঞ্চে বিপুলসংখ্যক নেতাকর্মী উঠে পড়ে। এ সময় হঠাৎই ভেঙে পড়ে মঞ্চ।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ ঘটনা ঘটে। এর আগে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন আহমদ। এ সময় মঞ্চে বসে ছিলেন কেন্দ্রীয় নেতারাও।

তবে নেতাকর্মী আহত হয়নি বলে দাবি করেন আয়োজকরা।

উপস্থিত নেতাকর্মীরা জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে হাইমচরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বক্তব্য রাখছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী। এ সময় বক্তব্য চলাকালে হঠাৎ ভেঙে পড়ে মঞ্চটি। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সেলফি বা ছবি তুলতেই ভিড় জমায় পরিচিত-অপরিচিত নেতাকর্মীরা। তাদের ভারে মঞ্চ ভেঙে পড়ে।

বিজ্ঞাপন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়ার সভাপতিত্বে সম্মেলনে স্বপন জানান, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে দেশে কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে না। তাই বিএনপি-জামায়াতের মতো আগুন সন্ত্রাসীদের রুখে দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করতে হবে।

এদিকে দীর্ঘ ১৯ বছর পর শনিবার উপজেলা আওয়ামী লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলার আলগী দুর্গাপুর স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী।

বিজ্ঞাপন

ট্যাগ: