
চাঁদপুরে আধা কিলোমিটার সড়কজুড়ে ৫ হাজার বই



চাঁদপুরে ২য় বারের মতো ‘পুঁথি সরণি’ করে তাক লাগিয়ে দিয়েছে, প্রতিশ্রুতিশীল এক ঝাঁক তরুণ শিক্ষার্থীদের সংগঠন পূর্ণয়। ১ অক্টোবর দুপুরে চাঁদপুর শহরের ব্যস্ততম কাজী নজরুল ইসলাম সড়কের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে চলে এ বই উৎসব।

শরতের তপ্ত সোনারোদে সড়কজুড়ে ঝলমল করে ৫ হাজারের অধিক বই। এ যেনো বইময় একটি সড়ক। বইঘ্রাণে মৌ মৌ করা এ পুঁথি সরণি’ ছিলো নানান বয়সী পাঠকের উপচে পড়া ভিড়। লাইনে দাঁড়িয়ে কেউ বই হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছে, কেউ পড়ছে, কেউ আবার নিজের পড়া বইটি রেখে নতুন একটি বই বদল করে নিচ্ছে। কেউ আবার স্বেচ্ছায় একাধিক বই রেখে আয়োজনে সহযোগিতা করছে।
চাঁদপুরে পাঠকদের বইমুখি করতে এভাবেই বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্যদিয় সম্পন্ন হলো ‘পুঁথি সরণি-২০২২। শনিবার দুপুরে দেড়টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গনে এ পুঁথি সরণি’র উদ্বোধন করেন
শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ ও চাঁদপুর পৌরসভার মো. জিল্লুর রহমান।
পূর্ণয়’র সভাপতি পৃত্থিরাজ বণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহি কানিজের এবং এডভাইজার তানেক আহমেদের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের পাবলিক রিলেশন হেড আনাস ইবনে আলমগীর।
আয়োজকরা জানান, যারা বই দিয়ে সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা রইলো। পপুলার বিডিনিউজ, চাঁদপুর

