চাঁদপুর সাহিত্য একাডেমির আয়োজনে

শিল্প-সাহিত্যে বঙ্গবন্ধুর অবদান : শীর্ষক আলোচনা সভা ২৩ আগস্ট

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২২, ২০২২ | ১০:৩৪
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২২, ২০২২ | ১০:৩৪
Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক উপলক্ষ্যে আগামী ২৩ আগস্ট মঙ্গলবার চাঁদপুর সাহিত্য একাডেমির আয়োজনে ‘শিল্প-সাহিত্যে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আয়োজনে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনার পাশাপাশি বঙ্গবন্ধুকে নিবেদন করে কবিতা আবৃত্তি ও গান পরিবেশ করা হবে।

ওইদিন বিকেল সাড়ে ৪টায় শহরের জোড়পকুর পাড় চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার কবি সাহিত্যিক ও সাহিত্য অনুরাগিদের উপস্থিত থাকার জন্য আনুরোধ জানিয়েছেন, চাঁদপুর সাহিত্য একাডেমির সদস্য সচিব শাহাদাত হোসেন শান্ত।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ: