
দল যাকে যোগ্য মনে করবে তাকেই নমিনেশন দেবে
রাজনৈতিক দল কারো ব্যাক্তিগত একক সম্পত্তি বা জমিদারি নয়



বাংলাদেশের সংবিধানের ৬৬ নং অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রের ২৫ বছর বয়সী যে কোন নাগরিক রাজনৈতিক দলের নমিনেশন চাওয়া এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অধিকার রাখে। নমিনেশন দেওয়া ও না দেওয়ার অধিকার রাখে রাজনৈতিক দলের দলীয় প্রধান ও দলের কেন্দ্রীয় হাই কমান্ড। আর জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার অধিকার দেন একমাত্র আল্লাহ, সেটা হয় জনগণের ভোটের মাধ্যমে। তাই কেউ নমিনেশন চাইলে তাকে এবং তার অনুসারীদের নিয়ে বাজে মন্তব্য করা হেয় করা ও জঘন্য কথা বলা, অন্য লোক দিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া কোন ভদ্রতা ও শিষ্টাচারের মধ্যে পড়ে না। বরং এতে নেতার রাজনৈতিক দৈন্যতাই প্রকাশ পায়।

দল যাকে যোগ্য মনে করবে তাকেই নমিনেশন দেবে। দলের নেতা ও কর্মীরা যদি দলকে ভালোবাসে তাহলে অবশ্যই দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে নমিনেশনপ্রাপ্ত প্রার্থীর পক্ষে কাজ করবে। এখন যেসব নেতা ও তাদের অনুসারীরা কাজ করে তাদের হুমকি না দিয়ে যার যার অবস্থান থেকে সবাইকে স্বতস্ফূর্তভাবে কাজ করতে দেওয়া উচিত। পরিশেষে নমিনেশন যে পাবে তার পক্ষেই সবাই একযোগে কাজ করবে।
মনে রাখতে হবে জনপ্রতিনিধি হলো রাজটিকা! এটা সবার কপালে জোটে না এবং সবাই হতেও পারে না। লক্ষ্য করলে দেখা যায় অনেক ধনী ব্যক্তি কোটি কোটি টাকা খরচ করেও জনপ্রতিনিধি হতে পারেনি। আবার অনেক সাধারণ নেতা জনগণের স্বতস্ফূর্ত ভালোবাসা ও সাহায্যের টাকা দিয়ে বছরের পর বছর ধরে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এসেছেন।

আরো মনে রাখা উচিত রাজনৈতিক দল কারো ব্যাক্তিগত একক সম্পত্তি বা জমিদারি নয়। রাজনৈতিক দলের যে কোন দলীয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখেন একমাত্র দলীয় প্রধান, (দলের চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান)। এছাড়া দলের সকল নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী দলের সম্পদ। তাই নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী নির্বিশেষে সকলকেই হিংসা, অহমিকা ও দাম্ভিকতা পরিহার করতে হবে।

