হাজীগঞ্জে সাত শিক্ষার্থীকে সামিয়িক বহিস্কার

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৬, ২০২২ | ৭:১০
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৬, ২০২২ | ৭:১০
Link Copied!

হাজীগঞ্জ মডেল সরকারী পাইলট হাইস্কুল এন্ড কলেজের সাত শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করেছেন অধ্যক্ষ আবু সাঈদ। রোববার এক অভিভাবকের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষার্থীদের সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়। তবে সাময়িক বহিস্কার শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এই সাময়িক বহিষ্কার তুলে নেয়া হবে বলে নিশ্চিত করেন অধ্যক্ষ আবু সাঈদ।

সাময়িক বহিস্কার হওয়া শিক্ষার্থীরা সবাই এসএসসি পরীক্ষার্থী  ও নবম শ্রেণীর এক শিক্ষার্থী।

ঘটনার বিবরণে জানা গেছে, নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে আফতাব নামের আরেক শিক্ষার্থী মুঠোফোনে উত্যক্ত করায় বড় ভাই হিসেবে এসএসসি পরীক্ষার্থী মাহতাব ও তার সহপাঠীদের কাছে নালিশ করা হয়। তারই ভিত্তিতে ওই ছাত্রের সাথে উভয় পক্ষের দুই দফা মারধরের ঘটনা ঘটে। পরে আফতাবের পরিবার হাজীগঞ্জ মডেল সরকারী পাইলট হাইস্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আবু সাঈদের বরারবর একটি অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

জানতে চাইলে পপুলার বিডিনিউজকে কলেজ অধ্যক্ষ আবু সাঈদ বলেন, ঘটনাটি যেন আর না বাড়াবাড়ি হয়। তাই তাদেরকে সাময়িক বহিস্কার করা হয়েছে। তবে তাদের পক্ষ থেকে আবেদন  করলে সাময়িক বহিস্কারের আদেশটি বিবেচনা করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ: