বহু বিবাহ ছেলের, পুত্রবধূর মামলায় সাবেক ইমাম রফিক গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১০, ২০২২ | ৪:২১
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১০, ২০২২ | ৪:২১
Link Copied!

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ইমাম ও খতিব হাফেজ রফিক আহমাদকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

থানার উপ-পরিদর্শক সামদানী হাজীগঞ্জ বাজারের নোয়াখালী হোটেল পট্টি থেকে তাকে গ্রেফতার করে।

জানা গেছে, পত্র বধূর নারী ও শিশু নির্যাতনের মামলা সাপোর্টে জিডির মামলায় ওয়ারেন্ট।ও জালজালিয়াতের মামালায়ও ওয়ারেন্টে তাকে গ্রেফতার করা হয়। তবে একটি মামলায় জামিনে আছেন বলেও জানা যায়।

বিজ্ঞাপন

তার ছেলের নাম হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ ফারুকী।   সে প্রবাসে রয়েছে। বিদেশে  থাকলেও মাঝে মাঝে এসে বিয়ে করে যান।

তার এই পরিবারের এক ছেলে সন্তান রয়েছে।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মকবুল হোসেন জানান, গ্রেফতারের পর তার আইনজীবী চাঁদপুর আদালত থেকে রি-কল এনে জমা দেন। তারপর হাফেজ রফিক আহমাদকে তার আইনজীবীর কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ: