
হাজীগঞ্জে শিশু বলাৎকারের ঘটনায় সেলিম মিয়া আটক

Link Copied!


হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা পশ্চিমপাড়ায় পুরুষের কাছে পুরুষ ধর্ষণের শিকার হয়েছে।
এ ঘটনায় রাতেই বলাৎকারকারী মো. সেলিম মিয়া (৬০) কে থানা পুলিশের হেফাজতে আনা হয়েছে।

এলাকাবাসী জানান, ধড্ডা পশ্চিম পাড়া ব্যাপারী বাড়িতে সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। বলাৎকারের শিকার হওয়া শিশুর বয়স আনুমানিক ১০ বছর। ঘটনার পর পুলিশকে খবর দেয়া হয়।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক পপুলার বিডিনিউজকে জানান, এর আগেও ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি করে এই সেলিম মিয়া।
হাজীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, থানার উপ-পরিদর্শক হারুন ধড্ডা ঘটনাস্থল থেকে সেলিম মিয়াকে থানায় নিয়ে আসেন।
হাজীগঞ্জ থানা তদন্ত পরিদর্শক ইব্রাহিম খলিল তাকে জিজ্ঞাসাবাদ করেন।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি পপুলার বিডিনিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

