চারবারের এমপি এমএ মতিন আর নেই

মনিরুজ্জামান বাবলু
আপডেটঃ মে ২৬, ২০২০ | ৪:১৬
মনিরুজ্জামান বাবলু
আপডেটঃ মে ২৬, ২০২০ | ৪:১৬
Link Copied!

    চারবারের চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সাবেক সংসদ সদস্য এম এ মতিন মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টায় ঢাকার উত্তরা রেডিক্যাল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

    তিনি চাঁদপুর-৫ হাজীগঞ্জ- শাহরাস্তি নির্বাচনীী এলাকা থেকে সংসদ নির্বাচন করেন।

    পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি উত্তরার নিজ বাসায় ব্রেন স্ট্রোক করলে তাকে উত্তরা রেডিক্যাল হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সকালে তিনি সেখানেই তার মৃত্যু হয়। তার স্ত্রী গত চার বছর আগে মারা গেছেন। তিনি এক ছেলে চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

    বিজ্ঞাপন

    সাবেক এই সাংসদ এমএ মতিন স্যারের বর্ণাঢ্য জীবনী। তিনি ১৯৪৩ সালের ১৪ই মার্চ চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব খান সাহেব জুনাব আলী মুন্সী তদানীন্তন পাকিস্তান আইন পরিষদের সদস্য এম এল এ ছিলেন। তার জ্যেষ্ঠ ভ্রাতা আনোয়ার হোসেন মিয়া কুমিল্লা জেলা পরিষদের সদস্য ছিলেন।

    এম এ মতিন বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে ১৯৭৯ সালে ২৮ ফেব্রুয়ারী দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি ২৬৪ চাঁদপুর-৫ (হাজীগঞ্জ- শাহারাস্তি) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে ২৭ ফেব্রুয়ারী পঞ্চম জাতীয় সংসদ, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী ৬ষ্ঠ সংসদ এবং ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি মনোনীতপ্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি ১৯৭৬ সালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ১৯৮৫ সালে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হন ।

    সাবেক এই সাংসদের মৃত্যুতে পপুলার বিডিনিউজ ডটকমের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।

    বিজ্ঞাপন

    সংশ্লিষ্ট সংবাদ:

    ট্যাগ: