
হাজীগঞ্জে যানজট নিরসনে হকার পুনর্বাসন করা হবে



হাজীগঞ্জ উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মানব প্রচার প্রতিরোধ সংক্রান্ত ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় যানজট নিরসনে হকারদের পুনর্বাসন, অবৈধ সিএনজি চালিত অটোরিকশা প্রতিরোধ করা ও ফুটওভার ব্রীজ নির্মানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

২৮ জুন মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে সভার সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন মিলী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, ট্রাফিক সার্জেন্ট কবির হোসেন, ইউপি চেয়ারম্যান আবদুল হাদী, মিজানুর রহমান মিলন, গোলাম মোস্তফা স্বপন, কাজী নুরুর রহমান বেলাল, ইউছুপ প্রধানীয়া সুমন, গিয়াস উদ্দিন বাচ্চু প্রমুখ।
ওইসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জাকির হোসাইন, অধ্যক্ষ আবু সাইদসহ প্রসাশনের অন্যান্যের কর্মকর্তাবৃন্দ।
সভায় আইন শৃংখলা পরিস্থিতি ও কোরবানি ঈদকে সামনে রেখে আইন শৃংখলা নিয়ে আলোচনা হয়। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ

