
মহানবীকে অবমাননার প্রতিবাদে
শাহরাস্তিতে কাওমি সংগঠন ও তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল



মহনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভারতের বিজেপি নেত্রী নুপুর শর্মা ও নবীন জিন্দালের ফাঁসির দাবিতে শাহরাস্তি উপজেলা কওমী সংগঠন এবং তৌহিদী জনতার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদর, ঠাকুর বাজার এলাকা অতিক্রম করে মেহের উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে মিলিত হয়।

ওইসময় বক্তারা নুপুর শর্মা ও নবীন জিন্দালের ফাঁসি দাবি করেন। তারা ভারতের প্রধানমন্ত্রীরও শাস্তি দাবি করেন। বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
মাওঃ ইদ্রিসের সভাপতিত্বে মাওঃ হাবিবুর রহমান ও মাওলানা ইসহাকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কওমী সংগঠনের উপদেষ্টা মাওঃ ওবায়দুর রহমান, কাওমী সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাজী ফারুক, মাওঃ আব্দুর রহিম, সহ-সভাপতি মুফতি হাবিব উল্লাহ। উপস্থিত ছিলেন, মাওঃ আব্দুল্লাহ আল মামুন, মাওঃ মেহেদী হাসান, মাওঃ কামরুজ্জামান, মাওঃ রহমত উল্লাহ, মাওঃ হাফেজ আনোয়ার, ও হাফেজ ইউনুস।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল এই প্রতিবাদ মিছিলে সকলের মুখে নুপুর শর্মা ও নবীন জিন্দালের ফাঁসির দাবি উচ্চারিত হয় শাহরাস্তি উপজেলা। সমাবেশ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওঃ হোসাইন আহমদ। পপুলার বিডিনিউজ, শাহরাস্তি, চাঁদপুর
