
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রের মৃত্যু



লক্ষ্মীপুরের কমলনগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. শাহরিয়ার আহমেদ মিশাদ (১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরমার্টিন মুন্সিরহাট বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের প্রবাসী মিজানুর রহমানের ছেলে। সে চরজাঙ্গালিয়া এসসি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। এ ছাড়া হাজিরহাট বাজারে পারিবারিক ব্যবসা ‘প্রতিবেশী কম্পিউটার অ্যান্ড টেলিকম’ পরিচালনা করত।
স্বজনরা জানান, শাহরিয়ার দুই বন্ধুসহ মুন্সিরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় তিনজন গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে শাহরিয়ারের মৃত্যু হয়।
স্থানীয় হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র: যুগান্তর
E/N
