
মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায়
বেলচোঁ বাজারে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল



ভারতে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ও তাঁর সহধর্মিণী আয়েশা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বেলচোঁ বাজারে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজ আদায় শেষে হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ বাজারে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নামাজ শেষে দিকচাইল, সোনাইমুড়ী, সেন্দ্রা, মোল্লাডহর, দোয়াগন্ডা ও বেলচোঁ এলাকা থেকে মুসলিরা জড়ো হতে থাকে। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, মাহবুবুর রহমান বাবু, ইয়ছিন, রুবেল মিজি, রেদোয়ান, সাগর, আমিনুল ইসলাম, মুনাজাত পরিচলনা দিকচাইল পিশ্চম পাড়া মসজিদের খতিব।
ওই সময় মুসলিম জনতা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন এবং ভারতের সকল পণ্য বয়কট করার আহবান জানানো হয়। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর
