
হাতকড়াসহ জানাজা থেকে পালিয়ে পলাতক ছিল
বাকিলার সেই ১৯ মাদক মামলার আসামী জাকির গ্রেফতার



পুলিশের কাছ থেকে হাতকড়া পড়া অবস্থায় পালিয়ে যাওয়া ১৯ মাদক মামলার পলাতক আসামী জাকির হোসেন (৩৮) গ্রেফতার হয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৩০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে । সে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তার নামে মাদক আইনে আরেকটি মামলা দায়ের করে পুলিশ।

পুলিশ জানায়, বাকিলা বাজারের ফকির বাজার সড়ক থেকে মঙ্গলবার সন্ধ্যা রাতে শতাধিক পিস ইয়াবাসহ খলাপাড়া গ্রামের চিডা মিন্ত্রীর ছেলে কবিরকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে জাকিরকে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজার এলাকা থেকে কৌশলে গ্রেফতার করা হয়।
জাকির হাজীগঞ্জ থানায় মামলা গুলো নং০২(০২)২২,ধারা-১৪৩/১৪৭/১৮৬/৩৩২/৩৫৩/২২৪/২২৫ পেনাল কোড এর এজাহারভূক্ত ০১ নং আসামী এবং জিআর নং-১৬৫/১৬ এর ওয়ারেন্টভুক্ত আসামী সে।
অভিযানের নেতৃত্ব দেন হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক মিছবাহুল আলম চৌধুরী ও প্রভাকর বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ আরো জানান, কয়েক মাস আগে গোপনে ১৯ মাদক মামলার আসামী জাকির বাকিলা বাজার এলাকায় একটি জানাজা অংশ নেয়। সেখান থেকে হাজীগঞ্জ থানার উপ সহকারী পুলিশ পরিদর্শক মোজাম্মেল গ্রেফতার করে হাতকড়া পড়ায় জাকিরকে। এ সময় জাকিরকে জানাজায় অংশ গ্রহনে একটু সুযোগ দেয়ার জন্য জানাজায় অংশগ্রহনকারী তার কয়েক সহযোগী অনুরোধ করে। স্থানীয়দের অনুরোধে জানাজা অংশ নেবার সুযোগ দেয় পুৃলিশ অফিসার মোজাম্মল। পুলিশ অফিসার মোজাম্মলের সরলতার সুযোগ নিয়ে জানাজা চলাকালে জাকির তার সহযোগিদের সহযোগিতায় পুলিশ মারধর করে হাতকড়াসহ পালিয়ে যায়। সেই ঘটনায় দায়ের করা মামলায় জাকির ১ নং আসামী। ঘটনার দিনই পুলিশ হাতকড়া উদ্ধার করে। উক্ত মামলার অপর আসামীরা ইতিমধ্যে জামিনে রয়েছে। সেই ঘটনায় পুলিশ অফিসার মোজাম্মেল ক্লোজ হন। এতোদিন জাকির পলাতক ছিলেন।
